বিদ্রোহী —-টু
এম ডি আবুহোসেন সেখ
আয়রে তোরা আয় হিন্দু ও মুসলমান
কামারের হাত-কড়া হাতে নিয়ে আয়।
এক রক্তে গড়া মোরা
একই দেশের বাসিন্দা।
সবাই মিলে করবো মোরা
এই বাংলার গনতন্ত্রের রক্ষা।
বাংলার মাটি তোমার কাছে কাঁদি
দেখে রেখো দেখে রেখো
এই বাংলার মানুষেকে তুমি।
আমি আজ আছি তো কাল নেই
কিন্তু পৃথিবীর নিশ্বাস যতদিন
বাংলার মাটি তুমি থাকবে ততোদিন।
দেখে রেখো দেখে রেখো
এই বাংলার মানুষকে তুমি।।
নিয়াই বের করে,ওই মুখোশধারীদের
দে বের করে এদেশ থেকে
সুন্দর দেশের ধ্বংসাত্বের
মানুষরূপী শয়তান-গুলোকে।।