।। বাংলাদেশ।।
কলমে: মো: আশরাফুল ইসলাম
———————-
বঙ্গ, বাংলা, বঙ্গদেশ তারই নাম বাংলাদেশ;
শোষণ, নির্যাতনে সিক্ত এ দেশের উর্বর ভূমি।
ব-দ্বীপ, বঙ্গভূমি, বঙ্গদেশ সবই তোমার পরিচয়;
সোনালি আঁশ, রুপালি ইলিশ, নবান্নের পিঠা-পুলিতে মুখরিত স্বদেশ।
ভাষা সংগ্রাম, বীরত্বে গাঁথা মুক্তিযুদ্ধ মোদের ইতিহাস;
সারা বিশ্বের বিস্ময় মোদের জন্মভূমি বাংলাদেশ।
ছোট্ট একটি দেশ, ছোট্ট-ছোট্ট গাঁ, ছোট্ট বঙ্গে;
রয়েল বেঙ্গল, সুন্দরী, গেওয়া শত-সহস্র প্রজাতির অভয়ারণ্য মেনগ্রোভ সুন্দরবন।
বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত, শৈবালে বিস্তৃত দ্বীপ;
কাঁকড়ায় আচ্ছাদিত সূর্যাস্তের পূর্ণভূমি ও পতেঙ্গা সী-বিচ।
সহজ-সরলা বাঙালি মনের জয়গান পথে-পথে,
তোরা আই দেখে যা মোদের সোনার বাংলা।
বিশ্বের বুকে এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি,
যা আমরি স্বদেশ, জন্মভূমি ছোট্ট সোনার বঙ্গদেশ।
ষড় ঋতুর অপূর্ব দেশ আর নেই একটি বিশ্বে,
তবে দুর্নীতিতে সকলকে ছাড়িয়ে আমরাই শীর্ষে।
সবুজ শ্যামলের সমারোহ আনাচে-কাঁনাচে পথঘাট,
বিত্ত-বৈভব, দৈন্য-দারিদ্র সবই মোদের নিত্য সঙ্গী।
অমিয় অক্ষয় সুধা হে বঙ্গ, মোর জন্মভূমি;