বসন্ত
কলমে- হরিহর বৈদ্য
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা
আজ বসন্ত সমাগমে —
আকাশ, বাতাস, প্রকৃতি যেন
সেজেছে নতুন সাজে।
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়াতে
রাঙা আবিরের ছোঁয়া,
রংয়ের পরশে মেতেছে ভুবন
কিশোরীর মন হয় উচাটন
হোলির আবেশে রাঙা।
বসন্ত মানে যাদুমাখা এক
রবীন্দ্র অনুভূতি,
দূর মুছে গিয়ে মিলনের গান
হৃদয় মাঝারে বাজে অবিরাম
ফেরায় চলার গতি।
শালবনে ওই বেজেছে মাদল
আদিবাসী তুলে ছন্দের বোল
নাচে-গানে ওঠে মেতে,
বনোমাঝে ঐ কোকিলের সুর
ভেসে আসে যেন অতি সুমধুর
সুখের বার্তা দিতে।
বসন্তের ওই রঙিন নেশায়
হৃদয় তরুর পাতায় পাতায়
আজ রাঙিয়ে দেবে মন,
বসন্ত মানে ফুটন্ত প্রেম
দুরন্ত যৌবন।