Spread the love
 

         

🌾বর্ষা🌾
শোভা মন্ডল । কলকাতা ।
বর্ষা মানে,   কবির মন  নিমগ্ন  সতত, কাব্য কবিতায় ,
বর্ষা মানে একটি দুটি ফুল ফোটা, কৃষ্ণচূড়ার শাখায় শাখায় ।
বর্ষা মানে, মেঘ  বালিকার,
নয়ন ভরা  জলজ কাজল, বর্ষা মানে, কৃষক ভাইয়ের ক্ষেত খামারে সবুজ ফসল ।
বর্ষা  মানে
 , নর্দমার কাদাজল, ডুবন্ত ঘরবাড়ি,
বর্ষা মানে, কাজের মাসির,
শুকোয় না ভিজে শাড়ি ।
বর্ষা মানে , ভুখা পেট, শূন্য ভাড়ার, ঘরে নেই চাল ডাল
, বর্ষা মানে খেটে খাওয়া মানুষগুলো নাজেহাল ।
বর্ষা  মানে , গ্রামের পথ ঘাট, কাদা-জলে থৈ থৈ,  
বর্ষা মানে, ভোজন রসিক,
ইলিশ পার্বণ হইচই ।
বর্ষা মানে, ডিঙ্গি নৌকা শাওন জলে ভাসে
বর্ষা মানে ,শালুক পদ্ম জলের উপর হাসে । 
বর্ষা মানে, হাঁটু জল ভেঙে ট্রামে বাসে চড়ি,
তবুও, বারবার আমি,
বর্ষার প্রেমে পড়ি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *