“বয়ে যাওয়া স্রোত আগামীর”
******************
সকালের সূর্য ওঠা আলোয় তোমাকে
এই আঙিনায় আরো একবার
পেতে চাই ,আপন ইশারায় ঝর্ণা ধারায়।
উত্তর দিতে চাই অনন্য রাতের পর রাত
কেটে যাওয়া অনন্ত ভালবাসার জিজ্ঞাসায়।
সেই পবিত্র মননের ছোঁয়া,
সেতো তোমার ই অতন্দ্র প্রহরী।
আ়ঁখি খুঁজে ফেরে যাকে, সে তো মুকুর
ধরিলে প্রত্যাশিত হয়ে,হয়ত দিতেও পারে দেখা,
সেতো তুমি নিজে।
সে আমার মনের আনন্দ খুলে দেয়,
যেন প্রভাত সূর্যের আলো পদ্মের কোরকে।
ভালবাসার ছোঁয়ায় প্রস্ফুটিত জ্ঞানের
আলোকে।কবি মনের অবস্থিতি নুতন
ভাব আর ভাবনায় উজ্বল।
প্রানের উচ্ছ্বাস লগন,মোহনায় নদীর
বয়ে যাওয়া স্রোত আগামীর
জানায় ভালবাসা।
এটাই কবি ও কবিতার একক সমন্বয়,
অনুভূতির প্রেমের প্রকাশ।
ছড়িয়া যায় বিশ্বের সর্বত্র আনন্দময়তায়।
কবিতার মগ্নতায়
আরো আরো দূরে নিয়ে চলে যায়—
সেও জেন কখনও কখনো পার্থিব ইসারায়।
আমার ক্ষমতার বাইরে চলে
যায়। তাই—-সততঃ এটাই বলে যাই
ভালবাসায় আছি,ভালবাসা জেন।
************.