Spread the love

বন্ধু 
(Friend )
  ———————
সোনালী মুখোপাধ্যায়

************
ভালো বন্ধু তাকেই বলে,
তোর তরে যার মন টা কাঁদে,
ভালো বন্ধু তাকেই বলে,
অজানা বাঁধনে যে তোকে বাঁধে।

ভালো বন্ধু তাকেই বলে,
যে তোর মাঝে নিজেকে হারায়,
ভালো বন্ধু তাকেই বলে,
তোর সুখ দুখে যে হাত টি বাড়ায়।

ভালো বন্ধু তাকেই বলে,
নিজে না খেয়ে যে তোকে খাওয়ায়,
ভালো বন্ধু তাকেই বলে,
বিবেচনা করে যে তোর চাওয়ায়।

ভালো বন্ধু তাকেই বলে,
তোকে কাঁথা দিয়ে যে শীত পোহায়,
ভালো বন্ধু তাকেই বলে,
তোকে সব দিয়ে নিজে অসহায়।

ভালো বন্ধু তাকেই বলে,
তোর অপমান যে নাহি সহে,
ভালো বন্ধু তাকেই  বলে,
এক দুঃখে দুখী হয় দোঁহে।

______________________

[A Bengali poem “Bondhu” (Friend) by Sonali Mukhopadhyay]

লেখা : 08/05/2021
কলকাতা, ভারত

সংক্ষিপ্ত জীবনপঞ্জী
—————————
সোনালী মুখোপাধ্যায়। পিতা প্রসন্ন বন্দোপাধ্যায়,  মাতা পূর্ণিমা বন্দোপাধ্যায়। বাড়ী হুগলী জেলার নালিকুলে।সংগীত ও লেখালিখি দুটোই করা হয়। এবং সুরকার ও বাচিক শিল্পী হিসেবে ও কাজ করেন।,  ছোটো গল্প, অনুগল্প,  উপন্যাস ,কবিতা ইত্যাদি নানা পত্রপত্রিকায় প্রকাশিত হয়, শব্দমুল পত্রিকার হাত ধরে প্রথম কবিতার বই “স্বপ্ন সৃষ্টি”এবং কচিপাতা প্রকাশনা র হাত ধরে  কলকাতা  বইমেলা(২০২০) থেকে  দ্বিতীয় কাব্যগ্রন্থ “পরকীয়ার নেপথ্যে”..প্রকাশিত হয়েছে।
                   ——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *