শিরোনাম–প্রিয় নেতাজী
কলমে–নীতা কবি মুখার্জী
************
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুভাষ আমাদের দস্যি, দামাল সোনার টুকরো ছেলে
শত শত কোটি সন্তান মাঝে হয়তো একটা মেলে
রক্ত দিলে স্বাধীনতা পাবে ডাক দিয়েছিলে তুমি
তোমার জন্য স্বাধীন আমরা, স্বাধীন ভারতভূমি।
বৃটিশের দেওয়া মহান চাকুরী দিলে যে বিসর্জন
দৃষ্টান্ত হলো, ইতিহাস হলো, মানলো সর্বজন।
চলো দিল্লী অভিযান দিয়ে গড়লে মুক্তি ভীত
জনগণ সব একই সুরে গাইলো দেশের গীত।
তোমার দৃপ্ত বীর পদক্ষেপে বৃটিশ শাসকদল
ভয় পেয়েছিল, পিছু হেঁটেছিল, হয়েছিল হীনবল
ধর্মকে নিয়ে হানাহানি করে শক্তি করছে ক্ষীণ
নিঃস্বার্থ নেতা নাই আজ দেশে শুধবে তোমার ঋণ।
ধর্মকে নিয়ে হানাহানি করে শক্তি করছে ক্ষয়
ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ দেশই সর্বদা বিজয়ী হয়।
*************
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});