🙏প্রার্থনা🙏
✍️প্রদীপ কুন্ডু✍️
কি হয়েছে এই দুনিয়ার
কেউ পারে না বুঝতে,
সময় কেমন থমকে গেছে
অজানা রোগে যুঝতে।
অঝোর ধারায় বৃষ্টি এসে
ভাসিয়ে দেয় সব,
দুর্গোৎসব দাঁড়িয়ে দ্বারে
তবুও নেই রব।
সৃষ্টির এক বিনাশ লীলায়
লড়ছে মানবজাতি,
দুর্যোগের ঘনঘটায় যেন
নিভবে প্রাণের বাতি।
আকাশ জুড়ে মেঘের ভেলা
চলছে ভেসে ভেসে,
কাশের বন হাওয়ার দোলে
উঠছে শুধু হেসে।
অসুর দলনী মায়ের চরণে
সবাই প্রার্থনাতে রত,
পুজোটা আবার জমে উঠুক
প্রতি বছরের মতো।
———————————-