Spread the love

 কবি পরিচিতি :

নাম : শ্রী পঞ্চু নস্কর । কলকাতা।
অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার। বর্তমানে ইনভেস্টমেন্ট পরামর্শদাতা ও শেয়ার বাজারের টেকনিক্যাল অন্যালিসিস গাইড। ছোটবেলা থেকেই লেখার প্রতি কিছুটা ঝোঁক ছিল। অষ্টম শ্রেণীতে  পড়ার সময় প্রথম লেখা বেরোয়।  ইতিমধ্যে ছড়ার দুইটি বই প্রকাশিত । আরেকটি খুব শিগগির বের করব।


কবিতা : প্রশ্ন কোরনা আর
কবি পঞ্চু নস্কর

****************
“বোধন থেকে বিসর্জন
সবার আশা হোক পূরণ।”

লেখা ছিল দেওয়ালে
কেটে দিল এক ছেলে।
শুধায় তারে ক্লাবের দাদা,
“কেন করলি এ অন্যায়টা”?
ছেলে বলল, ” ভুলটা কোথায়?
পারবে উপশমে মোর ব্যাথায়”?
রোগ গ্রস্থ মা বিছানায়
বোনটা কাঁদে পেটের ক্ষুধায়,
প্যান্ডেলে বন্ধ লোক আসায়
কি হবে মোর বেলুন ব্যবসায়?
করোনা যদি জীবনটা নেয়
দুঃখ কেন, কিসের সংশয়?
ভাত যদি না জোটে পাতে
কি মুল্য আর জীবনটাতে?
তোমরা যারা বিত্তশালী
চর্চা কর জীবন শৈলী।
ভয় তোমাদের জীবন নিয়ে
কে ভাবে এই অসহায়ে?

পৃথিবী আজ দুভাগে ভাগ
হাভাতের পর কিসের রাগ?
———————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *