Spread the love
🙏ফিরে এসো🙏
✍️প্রদীপ চন্দ✍️
================///===============
এ কোন সময়,,,,
প্রতিটি দিনের ভূমিমূলে দেখি নিকষ আঁধার ;  প্রবল ঝঞ্ঝার এ কোন আস্ফালন ,,,,,,!
অসহায় মানুষের আকুল ক্রন্দন,,,,,
ক্ষুধার্তের নিরুপায় আর্তনাদ,,,,,,,,
উৎপীড়িতের ক্রন্দন রোল কেন আজও  বহমান,,,,,,,,,!
অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমে ধ্বনিত হচ্ছে কেন অবিরত ,,, নিরন্তর,,,,!!!
রুদ্ধ কেন  আজও মানবতার কন্ঠ,
রাত্রির অভিশাপের মত বিভেদের কালো ছায়ায়,,,,!
জাতের নামে বজ্জাতি কেন অকারণ অব্যাহত অদ্যাবধি,,,,,,!
চতুর্দিকে হায়নার অট্টহাসিতে, ঢাকা পড়ে আছে কত ধর্ষিতার বোবা কান্না,,,,
পুত্রহারা মায়ের সকরুণ বিলাপ,,,,,,,,, !!!!
আসন্ন অশনির পূর্বাভাসে থেমে যায় পাখির কলতান
নীড় হারানোর  আতঙ্ক কেন কেড়ে নেয় সুর তাল সরগম,,, কেন ,,,,,, কেন,,,,,, কেন,,,,, আজও,,,!!
কান্ডারী তুমি কোথায়,,,,,, 
এই দুর্গম গিরি,, কান্তার মরু,, দুস্তর পারাবারে,,,
যাত্রীদের হুঁশিয়ার করছ না কেন তুমি,,,,
ফিরে এসো বিদ্রোহী ভৃগু,,,, বীর,,, উন্নত শির,,
হে কবি,,, চির বিদ্রোহী,,,, ;   ফিরে এসো এই অভিশপ্ত অমানিশায়,,,,,!!
তোলো ঝংকার তোমার অগ্নিবীণার তারে আরও একবার,
গেয়ে ওঠো তোমার সাম্যের গান……..
তোমার অগ্নিবীণা আনুক আগুন পুনর্বার…… পুড়ে যাক যত  বৈষম্য……..বিভেদ…….. ;
অগ্নি স্পর্শে শুদ্ধ করো মহামিলনের পবিত্র ভূমি ;
অগ্নিবীণা অগ্নিমূর্ছনায় তুলুক সেই বজ্র ঝংকার……. “সেই দিন হব শ্রান্ত যেদিন………….
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না”
ধ্বনিত হোক সেই অমোঘ নির্ঘোষ .”……………………..
ডুবিছে মানুষ সন্তান মোর মা ‘র।”
এস বিদ্রোহী জ্বালো অগ্নিবীণা আরও একবার ; 
অগ্নিশুদ্ধ করো আবার……….
=============///===============

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *