Spread the love

প্রকৃত জীবন
*অভিজিৎ দত্ত*

*************
আমরা জীবনে সবাই
ভালোভাবে বাঁচতে চাই
অথচ জীবন সম্পর্কে
মহৎ কোনও ধারণা নাই।

জীবন মানে কী?
শুধু দিনগত পাপক্ষয়
নাকি দেশ  ও দশের জন্য
কিছু করা বোঝায় ।

কবে মানুষের মানসিকতা পাল্টাবে?
অন্ধকার থেকে আলোয় ফিরবে
জীবে সেবা না করে, মূর্তির পূজা করলে
প্রার্থীত ফল কী মিলবে?

শুধু বেঁচে থাকার নাম নয় জীবন
করতে হবে জীবনে নানা কতর্ব‍্যপালন।
কতর্ব‍্য না করে,যারা শুধু অধিকার চাই
তাদের জীবন আলো ছাড়া অন্ধকারময়।

জীবন সম্পর্কে সকলকেই
গভীরভাবে ভাবতে অনুরোধ করি
প্রকৃত জীবন দেশ ও দশের কল্যাণে
এটা যেন অনুভব করি।
***********সমাপ্তি***********
লেখক পরিচিতি :
লেখক অভিজিৎ দত্ত, মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্ম ও বেড়ে উঠা।পিতা স্বর্গীয় রঞ্জন দত্ত ও মাতা গায়ত্রী দত্ত। পেশা শিক্ষকতা ও নেশা সাহিত্য চর্চা।অল্প বয়স থেকেই লিখে চলেছেন  প্রবন্ধ, গল্প,কবিতা।এছাড়াও বিভিন্ন ম্যাগাজিন ও সংবাদপত্রে প্রচুর লেখা প্রকাশিত হয়েছে।লেখক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত  ।লেখক অভিজিৎ দত্তের লক্ষ্য হলো সামাজিক বৈষম্যের অবসান ও শিক্ষাথী’দের সঠিক বিকাশ।দেশের ঐতিহ্য ও সংস্কৃতির উদ্ধার ও মানব চেতনার সঠিক বিকাশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *