পৃথিবী সবচেয়ে একা
গোলাম রসুল
সেই সাঁকো পৃথিবী থেকে খুলে আছে দূরে
আলগা লাগে ভীষণ
নিমজ্জিত অন্ধকারে সূর্য শুধু ঘুরে মরে
দিনের বন্দরে রাত্রির জাহাজ
পাহাড় ঠেলে নিয়ে যায় শূন্য হাত
রক্তের গতিশীল ঢেউয়ে সাঁতার কাটি আমরা
মৃত্যু অন্ধকার
আত্মাকে কয়লায় রেখে উড়ে যায় ফিনিক্স পাখি
তবুও সে ফিরে আসে অন্তহীন উৎসে শুধু ডানায় ডানায়
পৃথিবী সবচেয়ে একা
______________________