পৃথিবী কাঁদছে
~কৃষ্ণকলি বেরা
————–
কলমতো আর সরেনাগো
পৃথিবীর বোবা কান্নায়,
ঝুলছে মৃত্যু রাষ্ট্রের কাঠামোয়
জ্বলে চিতা হাসপাতালের শয্যায়।
শ্বাস দাও দাও শ্বাস
মিনতি হে প্রকৃতি,
দাও আরো অক্সিজেন
করো গতি করো গতি।
শূন্য পরিবার পরিজন
করোনার দগদগে ঘায়ে পূর্ণ,
বেঁচে আছি যারা এটাই সার
জীর্ণ, ক্ষয়িষ্ণু, শীর্ণ।
চোখের জলে ডুবছে পৃথ্বী
এতজল কিকরে করবে ধারন?
করোনা এবার স্তব্ধ হও
থামাও মারন থামাও মারন।
অর্থের অর্থ করে পরিহাস
সব আছে নেই আশ্বাস,
হেঁকে চলে জীবনযুদ্ধ
কাঁদে দীর্ঘশ্বাস শুধুই দীর্ঘশ্বাস।।।