Spread the love
🙏জীবন কী?🙏
✍️পিয়ালী রায়✍️
**************
 শুধুই কী বেঁচে থাকা
নাকি পরিস্থিতির চাপে থাকা
রোজ এক নতুন দিন আসে
আর রোজই শেষ হয় রাত
“রোজ ভাবি এই হয়তো মুছে যাবে কঠিন সংঘাত”
না-পারি কাউকে কিছু বলতে
আর নাহ-পারি একলা পথ চলতে,
দুই ক

ন্যা আর মা মিলে গড়ে নতুন সংসার
ভেবেছিল এইবার হয়তো
কম হলো কিছু কষ্টের পরিমাণ।
কিন্তু না-না-না আবার শুরু হলো আঁধারে ঢাকা দিনকাল। ছাড়া এবার ছাড়াও বলে চিৎকার করলো মন।
কিছুতেই যে নিষ্কৃতি নেই
মেঘের কালিমায় ঢাকা এ জীবন
হায়রে এ জীবন
            হায়রে এজীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *