Spread the love

কবিতা : নিভৃত বেদনায় 
🌱🌱🌱🌱🌱🌱🌱
পার্থদীপ সমাজদার
***************
স্বপ্ন থাক না বুকে, কল্পনা মেলাই মাথায় বর্তমানের ছবিতে-
গল্প কবিতায় উঠুক প্রাণ জেগে;
কন্ঠের ধ্বনিতে প্রতিধ্বনিত হোক কোলাজের স্বরে জীবনের মর্ম কথা-
মসির রক্তে রক্তে উঠুক সব জেগে৷
আমার বুকের ব্যাথায় আর পেইনকিলার না ইবা গিললাম-
ভাষায় ভাষায় উঠুক না জেগে একান্তে;
একদিন সব ব্যাথাটাই যখন কবিতা গল্প কোলাজের সুরে
ধ্বনিত হবে সেতারের তাল লয়ের মিলন্তে;
তুমিও চমকে যাবে দেখি আপন সৃষ্টি, নিভৃতে-
তোমার ব্যাথায় ব্যাথিত হবে সৃষ্টির ধারা একান্তে৷
তোমার কাছে তাই না তো কিছু- যা দিয়েছো নিই যেন হাসি মুখে-
ব্যাথা ভরা বুক ক্ষতে রক্তাক্ত হৃদয়;
অম্লান মুখে তবু তোমার হাসি মুখ চাই সৃষ্টি সুখে-
তিলে তিলে তাই তুমি গড়লে এ হৃদয়;
তোমার অব্যক্ত বুকের ভাষা- আমার বুকে জাগায় আশা-
পারি বা মা পারি- তবু তাই যেন গড়ে হৃদয়৷
যে ভাষায় তুমি কথা কও, যে ইশারায় তুমি আমায় বোঝাও-
জানি না পারি কি না পারি বুঝে নিতে!
তাই ব্যাথা লাগে মনে, ক্ষত বিক্ষত হয় হৃদয় নিভৃতে-
কেউ বোঝে না, কত জ্বালা সে বোঝা নিতে;
তবু হৃদয় দিয়েছি সপে- তোমার অনুভূতির পরশে শিহরণ যেন ওঠে-
যত ব্যাথা, যত বেদনা যত রক্ত ক্ষরণ হোক- পারব তা মেনে নিতে৷
আমার বোঝা তোমার করে কভু দেব না কো তুলে
যত জ্বালা সইতে হয়-তবু নেব মাথা পেতে;
গল্প কবিতায় হোক না মুখরিত সেই বেদনার ডালি-
তোমার স্মৃতি তবু পারি একটু এঁকে নিতে!
ধন্য হবে লিখনী আমার, ধন্য হবে মসি তোমার-
তোমার কন্ঠে কোলাজের সুর মেলাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *