Spread the love

** পান্থশালা **

কবি ইব্রাহিম সেখ

পান্থশালার পথের মাঝে—
একলা খুঁজি স্বপ্ন নুড়ি,
হঠাৎ করে বিঁধল বুকে
বিষ মাখানো তীক্ষ্ণ ছুরি!
হৃদয়টাকে ছিদ্র করে
ঝরিয়ে দিলো রক্তকণা,
সরল পথে চলতে গেলাম–
ছোবল দিলো সাপের ফণা!
অন্য সবাই পারে গেল
ডুবল কেন আমার তরি?
স্রষ্টা তোমার সৃষ্টি মাঝে
আমি কেবল কেঁদেই মরি!
নাই-বা তোমার দেখা পেলাম
আমায় তুমি দেখছ ভালো,
তোমার প্রেমে ধন্য করো–
মুছাও আমার হৃদয় কালো।
আসতে -যেতে পথের মাঝে
কেমন খেলা খেলাও তুমি!
পান্থশালায় বসে ভাবি —

কোথায় তোমার নিবাস ভূমি¡

রচনাকাল (২৭ শে পৌষ ১৪২৭ সাল)