Spread the love

ছন্দে ছন্দে
☀️☀️☀️☀️☀️
পলাশ দাস
💥💥💥💥💥

দোদুল মনে
উতল বনে।
স্বাধীন তাই
শঙ্কা নাই।
শুকনো মুখে
কাঁপন বুকে।
একলা গাই
বাউল তাই।
স্বপ্ন চোখে
মগ্ন শোকে
চিত্ত বলে
নতুন দলে
দীপ উজল
আঁখি জল।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *