Spread the love

ন্যুব্জ ~
(✍️ রুদ্র প্রসাদ।)
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
অঝোর ধারাক্রমের পাঠ প্রতিহত,
আগমনী অকীর্তিত সাধে সমাগত,
অগোচরে শিহরিত উদ্বেল শরীর,
অধিরথে মুখরতা, মননে বধির।

নিষ্ঠুর আলেখ্যগীতে নীরস জীবন,
কোলাজে বিবর্ণ সুখ রোদন প্রবণ,
পরিসরে দখিনার উত্তরে প্রবাস,
শীতলতা উষ্ণরূপে বাহ্যিক প্রকাশ।

ব্রহ্মজ্ঞানে যতি-ছেদ বিকট কর্ষণে,
প্রমাদে প্রমোদ ভাষ প্রাবল্য বর্ষণে,
স্ব-খাতে সলিল অতি গিরিপথ লুপ্ত,
শেষাদ্রী সঙ্গম সারে অভিলাষা সুপ্ত।

হৃদয় অলিন্দে রাখা মান অন্তর্হিত,
নৈসর্গ নৈকট্যে নতি চেতনা নিহিত,
যান্ত্রিকতার মাহাত্ম্য একাকিত্ব ভারে,
পরিক্রমা আড়ম্বর নিস্তরণ হারে।

অথচ সেতুবন্ধনে মুখাপেক্ষী ধরা,
বৈরীভাবে জর্জরিত মনোরম জরা,
বর্জিত রক্তকণিকা রঞ্জনে হতাশ,
তুরুপের জন্মসূত্রে সন্দিহান তাস।

সুবর্ণ পিঞ্জরে বন্দি সাবেকী নিশান,
ভস্ম উন্মাদনে সত্য রিক্ত আয়ুষ্মান,
আধুনিক মর্তভূমে ধীর নাগরিক,
মতিচ্ছন্ন রূদ্ধগতি দ্যোতনে শরিক।

স্বকীয়তা ব্যবহারে নির্দয় সীমানা,
রুগ্নতা পাঁচালি বুকে দর্শক জমানা,
ভারার্পণে স্মৃতিপট রশ্মি বিগলিত,
চরাচরে আপামর দৈন্য কবলিত।

শৃঙ্খলিত স্বাধীনতা ব্যথাতুরা হীন,
আবর্তনে চিরায়ত আগ্রাসক ঋণ,
অবক্ষয় ত্বরান্বিত স্থিতি-রীতি কুব্জ,
আক্ষরিক বর্তমানে মেরুদণ্ড ন্যুব্জ।।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *