নেতাজী
অভিজিৎ দত্ত
নেতাজী, পরাধীন ভারতের
একমাত্র আশা ছিলে তুমি
রাজনীতি আর কূটনীতির ষড়যন্ত্রের
শিকার হয়েছে তুমি।
তোমাকে অন্তর থেকে
শ্রদ্ধা জানাই আমি।
নেতাজি, তুমি কি নেতাদের
হাতের খেলার পুতুল?
তোমার মূর্তিতে মালা পরিয়ে
ও বড় বড় বক্তৃতা দিয়ে
হয় কি সব দায়িত্ব পালন?
নেতাজির আদর্শে দীক্ষিত হবো
কবে আমরা সবাই?
নেতাজির স্বপ্ন যা ছিল
সমস্ত ভারতবাসীর স্বপ্ন
সেগুলো পূরণ করা
নয় কি আমাদের ধর্ম ?
স্বাধীনতার 75 বছর পরও
দেশমাতার চোখ দিয়ে জল পড়ে
ভারত মায়ের সু সন্তান হয়ে
আমরা কি পারবো না
ভারত মায়ের দুঃখ দূর করতে?
মায়ের মুখে একটু হাসি ফোটাতে?
নেতাজীকে যদি করতে হয়
প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন
নেতাজির আদর্শকে আগে
করো অনুসরণ।
হে দেশবাসীগণ, স্মরণ করো
নেতাজির সেই অমোঘ বাণী
তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদের স্বাধীনতা দেবো
জনগণ আজও বিস্মিত হয়নি।
আজ সময় এসেছে
দেশকে নতুন করে গড়ার
নয়তো দেশ ধ্বংস হবে
হবে ছারখার।
নেতাজি তোমাকে আহ্বান জানাই
দেশকে রক্ষা করতে
ফিরে এসো আবার।
******************
কলমে : অভিজিৎ দত্ত