নীল পাখি
✍️সৈয়দ খুকুরানী✍️
সব আলো নিভে গেছে
কুয়াশা মাখা শীতের রাত
শুকনো ডালপালা ঢেকে গেছে বরফে ,
অন্ধকার আকাশে , কয়েকটি নক্ষত্র উঁকি দেয়
আমাকে একটা নীল পাখি
এনে দেবে?
আমি নীল রঙ বড়ো ভালোবাসি,
নীল পাখির পালক জুড়ে আমি কমলা রঙগ দেব,সাদা সাদা ছোপ ছোপ তুলির টান দেব।
আকাশের আসমানী ওড়না উড়বে পতপত করে,
চোখ বুজে অন্ধকারে ,
আমি সেই পরীর দেশের গল্প মনে আঁকবো।
কিশকিশে সবুজ সরষে পাতার ফাঁকে কলাপাতা হলুদ ,ঠাসা সরষে ফুল আমার স্বপ্ন কাড়ে।
মুগ্ধতায় পৃথিবী ,
অপলক দৃষ্টিতে চেয়ে থাকে।
নীল পাখি ডানা মেলে উড়ে কোথায় যায় কে জানে।।