Spread the love



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
🥀মানুষের জন‍্যই ধর্ম📢
✍️নীতা কবি✍️

ধর্মের নামে কাটাছেঁড়া করিস, করিস রে হানাহানি
সবার উপরে মানুষ সত‍্য এই কথাটাই মানি
মান, হুঁশ নিয়ে জন্ম নিলাম মাটির ধরনী মাঝে
ভাইয়ের রক্তে বিজয়ী হওয়ার উন্মাদনা কি সাজে?



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জগৎ জুড়ে একটাই জাতি, শ্রেষ্ঠ মানুষ জাতি
মনুষ্যত্ব বিসর্জন দিয়ে হিংসার খেলায় মাতি
হিন্দু ,মুসলিম, শিখ, ইশাহী, ব্রাম্ভণ, বৌদ্ধ
ভারতমায়ের সন্তান তারা, কেউ নয় বধ‍্য।

“ঈশ্বর একম্ এব অদ্বিতীয়ম” এই কথাটাই সার
তবে কেন সব ধর্মকে নিয়ে করে শুধু মার মার?
রামকৃষ্ণ মন্ত্র দিলেন সব এক জাত মানি
যত মত তত পথ আছে, তাই কোরোনাকো হানাহানি।

ভারতের এই সনাতন ধর্ম প্রাচীন, মহান, মহৎ
বিবেকানন্দ দেখালেন ,তাই দেখলো বিশ্বজগৎ
হজরৎ বলো, গুরু বলো, বুদ্ধ-তথাগত
অহিংসার পথ দেখালেন তাঁরা, একই ধর্মমত।

একই রূপের দুই নাম হলো আল্লাহ্ ও ঈশ্বর
মানুষের চেয়ে বড়ো কিছু নাই, মানুষই সর্বেশ্বর
মহান সম্রাট আকবর দিলেন নতুন ধর্মমত
দীন-ইলাহীকে কুর্ণিশ করি, পাই জীবনের পথ।
সব ধর্মের এক সার শোনো,শোনো রে মানুষ ভাই
ধর্মকে ধরে রাখতে হলে আগে তো মানুষ চায়।
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *