Spread the love

🌾নববর্ষ শুভ হোক🌾
✍️নীতা কবি✍️


নব আনন্দে জেগে ওঠো আর তারে আহ্বান করো
নতুন বছর এসেছে দুয়ারে নতুন আশায় ভরো
নবীন যুগের নব-সম্ভার, ধনে, ধানে, ফুলে ভরুক সবার
দুঃখ দারিদ্র্য দূরে যাক আর নতুন আলোর জয়জয়কার।
পুরাতন আর অশুভ যতো জ্বলে পুড়ে সব হয়ে যাক ছাই
নব-নবীনের গান গেয়ে আজ নতুন সমাজ গড়ে তোলা চায়।

প্রদূষণে ভরা পৃথিবীটাকে দূষণমুক্ত করবো আমরা
সকলে হাসবো, সকলে গাইবো, বাঁচবো সবাই মানুষের পারা।
অন‍্যায় সয়ে বাঁচার চেয়ে লড়াই করে মরা ভালো, ভাই
মাথা উঁচু করে বাঁচার জন‍্যে লড়াই করবো আমরা সবাই।
ধনী দরিদ্র দেখবো না তাই, একসাথে মিলে চলবো সবাই
হালখাতা আর গাজন মেলায় মিলবো আমরা সব ভাই ভাই।

ধর্মান্ধতা, অসহিষ্ণুতায় ভরে গেছে দেশ, ভরেছে সমাজ
রক্ষা করতে ঘুণধরা সমাজ সবাই মিলে করি সব কাজ
নবজাতকের বাসযোগ্য কলুষমুক্ত করবো সমাজ
কূটকচালীর বেড়াজাল ভেঙ্গে সুগমের পথ গড়বোই আজ।

শুভ অবসরে করি আলিঙ্গন, দীন , দরিদ্র, মুচি, ব্রাম্ভণ
মানুষ সবারে আহ্বান করে গাইবো সকলে মানবতার গান
আপনারে লয়ে বিব্রত হতে আসি নাই এই ভবে
সকলকে নিয়ে বাঁচবো সকলে দীক্ষা নিলাম সবে।
**************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *