"নীচ্"
অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ।
মর্তের নীচে পাতাল মাথার নীচে পা,
ধনীর নীচে গরীব পদতলের ঘা,
মায়ের আঁচল তলে শিশুর ডাক মা,
বৃক্ষ তলে রৌদ্র ছায়া নিদ্রা জুড়ায় গা।
গাড়ীর নীচে চাকায় ভিখারীর দেহ,
পিষ্ট হ’য়ে প’ড়ে রয় দেখে নাহি কেহ,
শহরের নীচে গ্রাম তাই উক্তি গেঁয়ো,
ভিখারী মানুষ নয় জাগতিক ভূয়ো।
জাতে নীচ ছোটজাত, হরিজন নাম,
শোষন শাসনে শাস্তি চোরের অধম,
ধনীর চুরির ভাগী জাতে বদনাম,
গতর খেটে ফসল নাই তার দাম।
উচ্চ নীচ ভেদাভেদ শ্মশানে মিলনে,
পার্থক্যের সীমারেখা মুছে যায় ক্ষণে।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]