Spread the love

   নির্ভীক সেনাপতি
কলমে : বাবুর আলি।
__________________________
ভাবনা যা তা হেঁকে বলে দেওয়া চাই,
বাক স্বাধীনতা যদি ফিরে পাই।
ভাষা মনের ভাব প্রকাশ করে,
মনের বেদনা বলেদাও সমস্বরে।
জনতার বরে রাজার আসন গড়ে
শাসক যদি কুশাসক হয় সাবধান করো তারে।
শাসকের দোষে জনগণ যাতনা সয়
লেখনি দমন,বাক শাসন কভু কাম্য নয়।
রাজ অনুগ্রহী দেখি সাদা স্বৈরাচারী
শাসন যন্ত্রে শোষণ হয়েছে জারি।
জনরায় হিন জবরদখল গণতন্ত্র নয়
প্রজার আসিস ছাড়া কভু প্রজাতন্ত্র হয়?
রাজতন্ত্র নিয়েছে বিদায় অনেকদিন
সামন্ত প্রভুরা রং বদলে ক্ষমতাসীন।
মুখে ঝরে সদা করুনার বাণী, মিথ্যা তা,
ক্ষমতা মেলে, মেলে না জন-মান্যতা।
আজ মনে পড়ে নেতাজি ছিলেন আজাদীর সৈনিক
সাম্য মৈত্রী স্বাধীনতা কামি দুর্জয় নির্ভীক।

  • কলমে বাবুর আলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *