নিবন্ধ:
উৎসব: তখন ও এখন
- অগ্নিমিত্র
আগে উৎসবে আনন্দ ও আবেগ ছিল বেশি। লোকে হইহই বেশি করতো। এর ওর বাড়ি যাওয়া, সবাই মিলে গাড়ি ভাড়া করে রাতভর দুর্গা পূজার ঠাকুর দেখা, এসব হতো। এখন এই জেটযুগে তা আর হয় না, হবেও না। এখন নানা ভাবে একে অন্যকে টেক্কা দেওয়ার ভাবনাটাই মুখ্য বিষয়! আনন্দ কম, আড়ম্বর বেশি। কে কতগুলো ঠাকুর দেখলো, কে কত বড় প্যান্ডেল করলো তাই নিয়েই চলছে প্রতিযোগিতা ও তরজা। আর এখন অনলাইনে বা টিভি চ্যানেলে ঠাকুর দেখা যায়, পরাবাস্তব দর্শন চলে, যা আগে করা যেতো না। খবরের কাগজ ও লোকমুখে শোনা কথাই ছিল এক মাত্র ভরসা। আর এখন হলো থীমের ছড়াছড়ি, বিশেষ করে দুর্গা পুজোতে। আর অনেক সময়েই সেই থীমের নিগূঢ় তত্ত্ব বা অর্থ বোঝাই যায় না। আগে কিন্তু এমনটা ছিল না। সাদামাটা হোক বা জমকালো, সবটাই ছিলো মোটামুটি বোধগম্য।।
??????