নদীর প্রতিবাদ
আনসার আলি
নদীর বুকেই পড়ে থাকলো পুরনো দিনের কাঁদামাটি!
সবাই বলে আমি সোনার চেয়েও খাঁটি,
চোখ কাউরো কপালে আর উঠলো না!
প্রতিবাদ কেউ আর করলো না!
সবার পিপাসা মিটিয়েছে একদিন সে নদী,
সবাই ভুলেছিস তাকে পেয়ে গদি,
জানি বলবি না কিছু ভীরু কাপুরুষেরা,
এও জানি প্রতিবাদে কি আর করবি তোরা,
আজ নদী গতিহীন
বলহীন,
কিন্তু , সে গর্জে উঠবে একদিন,
প্রতিবাদ কাকে বলে বুঝবি তোরা সেদিন।