কবিতার নামঃ নদিয়া
লেখকঃ শেখ আহমেদ আকাশ হোসেন
**********************
বাংলার সবুজ শ্যামলে ভরা নদিয়া,
সোনালী রোদ্দুরে মুক্তার স্রোত ধরিয়া।
স্বাপ্নিক দৃষ্টিতে নদিয়ার অানাচে কানাচে,
দুপুর বেলার বৃষ্টি প্রখর অাকাশ নাচে।
নদিয়ায় এসেছি, হারিয়ে যাওয়া
পথে,
অামি এসেছি নতুন ভেসে নিত্যনতুন রথে।
মোরে উদাস করেছে ঢেউহীন ভাগীরথী,
মোরে ব্যাকুল করেছে ক্লান্ত ইছামতী।
অামি একাকী মনে পাষন্যতার উদর,
ব্যাকুল রাসে খুঁজে বেড়াই কৃষ্ণনগর।
নদিয়া এসেছি এবার, নেমেছে অাধাঁর,
কোথায় লুকিয়ে অাছে গোপাল ভাঁড়!
কবি পরিচিতিঃ
কবি শেখ অাহমেদ অাকাশ হোসেন ২০০৪ সালের ৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাড়িয়াইন গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম ফারুক হোসেন,,মাতার নাম,,সেলিনা বেগম। তিনি একাধারে একজন কবি,সাহিত্যিক,গবেষক, গীতিকার, ওপন্যাসিক, গল্পকার, ও নাট্যকার।