Spread the love



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নারীবাদী নবনীতা
দুলাল সুর

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল
বিশিষ্ট বাঙালি কবি, লেখক, শিক্ষাবিদ
বিদগ্ধ নারীবাদী গবেষক ও ঔপন্যাসিক
রসাত্মক মজা ছড়া গল্পের সেরা শিশুসাহিত্যিক।

বাংলা, ইংরাজি, জার্মান, ফরাসী
হিন্দি, ওড়িয়া, সংস্কৃতি ও অসমীয়া
হিব্রু ভাষার প্রতিও ছিল যার সমান দক্ষতা
তুলনামূলক সাহিত্যের তিনি একজন শ্রেষ্ঠ অধ্যাপিকা।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শৈশবে বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিমণ্ডলে
মহান পিতা নরেন্দ্র দেব, মাতা রাধারানী দেবী
বাসস্থান দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কে
ভালবাসার গৃহে জন্মেছিলেন খ্যতনামা কবি।

‘প্রথম প্রত্যয়া’ প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ
‘নটী নবনীতা’ গ্রন্থে পুরষ্কার সাহিত্য একাদেমি
আদরের দুই কন্যা সন্তান ‘নন্দনা’ ও ‘অন্তরা’
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ছিলেন দাম্পত্যসঙ্গী।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কর্কট রোগ বাসা বেধে ছিল শরীরে
যন্ত্রণাক্লিষ্ট মুখাবয়বে থাকত সর্বদাই প্রাণোচ্ছল হাসি
ভালবাসার বারান্দা আজিকে পরে আছে শূন্য
নবনীতা দেবসেনের প্রয়াণে সাহিত্যের আজিকে অপূরণীয় ক্ষতি।
***********************************
– দুলাল সুর –
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা,
কোলকাতা – ৭০০১২৯,
পশ্চিমবঙ্গ, ভারত,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *