Spread the love

টাকের ব্যথা
———-

✍️দিলীপ কুমার গরানী✍️
******************
বেনাপুর বাগনান হাওড়া

সেদিন আমার চক্ষু চড়কগাছ,
দেখি মাথায় বিশাল বড়ো টাক –
কোথায় পাবো তেমন কালো চুল,
কপাল, মাথা মিশে গিয়ে হচ্ছে শুধু ভুল।

হেথায় হোথায় গোটা মাথায়,
দেখি শুধু ফাঁক –
দু-একটা কেশ দাঁড়িয়ে আছে,
ঠিক যেন দাঁড়কাক।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
লোকের মুখে শুনি,
ডাক্তার এক গুণী,
শ্যামপুরেতে আছে,
খুব দূরে নয় কাছে।
দ-এক ফোঁটা ডোজ,
খেতে হবে রোজ,
মাখতে হবে তেল,
তাতেই ভেলকি খেল।
তখন মাথায় থাকবে না তো টাক;
পাবোই পাবো ঠিকই আমি যৌবনেরই ডাক।

ছুটে গেলাম প্রাতে,
বৌকে নিয়ে সাথে,
বিরাট বড়ো লাইন,
হবেই হবে ফাইন,
ভাঙলে কেউ আইন।

দূরে ডাক্তার আছেন বসে,
সবার মাথায় তেল দিচ্ছেন ঘষে;
এতেই মাথায় বেরিয়ে যাবে চুল –
কারো বেলায় হচ্ছে না তো ভুল।

একটু পরে আমার পড়ল ডাক,
পেরিয়ে গিয়ে অনেক গুলো বাঁক;
হঠাৎ বৌ বলল চুপিচুপি,
ডাক্তারের মাথায় কেন বলো টুপি?
আমি বললাম পাচ্ছো কেন ভয়,
হয়ত ঠাণ্ডার জন্যেই মনে হয়।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু হায়! আশার মাথায় কে মারলো বেল?
আমার মাথায় লাগাতে গিয়ে তেল–
ডাক্তারবাবুর পড়ে গেল টুপি;
তখন হলো চোখাচোখি,
হায়! তার গোটা মাথাই ফাঁকা-
যেন এক মরুভূমির দেখা।

এরপরে,দারুণ জোরে, বৌ
দিলো হ্যাঁচকা টান;
সবার কাছে, ক্রদ্ধা নাচে, খুইয়ে দিয়ে মান।

যেতে যেতে বলে আমায়,
হাত গলিয়ে ছেঁড়া জামায়,
যে ডাক্তার নিজেই ভূক্তভোগী –
তিনি কি করে সারিয়ে দেবেন
তোমার টাকের রোগই।
*********************



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *