Spread the love
❤️তুমি আসবে বলেই❤️
✍️সজল বসু রায়✍️
তুমি আসবে বলেই 
চারিধারে এতো সুখ 
সবুজের বুকেতে প্রশস্তি 
চেতনার স্নিগ্ধ ছায়ায় রুপের বর্ধন 
মধুমতীর স্বপ্ন দ্বারে 
সুন্দরী আলেখ্য গীতের তর্পণ  ।
তুমি আসবে বলেই 
নীল আকাশে রঙের খেলা 
সাদা মেঘের তলায় 
বাজে শরতের ডংকা 
এতো আয়োজন 
সমতা ঘেরা মানব চরিত্রে 
বয়েচলে আনন্দ বন রাশি  ।
তুমি আসবে বলেই 
আকাশে বাতাসে সুনির্মলতার বিঙ্গাপন 
অরূপ হাস্যে প্রদীপ শিখার জাগরণ 
ছন্দের অমৃত সাগরে 
ভেসে আসে সুরের প্রভাত চরণ   ।
তুমি আসবে বলেই 
দিকে দিকে ফেরী হয় উল্লাস 
আয়োজনের পংক্তিনামায় 
খোঁজে তোমাতে নিহিত পূর্ণ বিশ্বাস  ।
তুমি আসবে বলেই 
রুপমতীর রুপসাগরে 
ঝড় তোলে ললনার ঈপ্সিত ঝর্না 
দেয় কল্লোলিনীর বুকেতে ধর্না   ।
তুমি আসবে বলেই 
এতো আড়ম্বর কলঙ্কের নাশ
শিশিরের টাপুর টুপুর শব্দে 
শিউলির সুরোভিত সুগন্ধে 
মেতে উঠেছে আকাশ বাতাস  ।
তুমি আসবে বলেই 
কাশ বনে ফুটেছে ফুল 
দিক শূন্য পূরে 
ফিরে এসেছে আবেগ আর উচ্ছাস   ।
তুমি আসবে বলেই 
নিয়মের ব্রত হয় পালন 
সৃষ্টির সুকল্লানে 
দিকে দিকে হয় তোমার আরতি  ।
তুমি আসবে বলেই 
সুগন্ধি ধূপের প্রত্যাবর্তন 
মন মাধবী লতায় সুরের আগমন 
প্রেম রসের লীলায় 
তোমার স্নেহ পাবার পূর্ণ আয়োজন   ।
তুমি আসবে বলেই 
মনুষ্য সমাজ তোমাতে করেছে সমর্পণ 
বেদ বেদান্তের পীঠস্থানে 
নিজেকে করেছে আকলান   ।
তুমি আসবে বলেই 
স্বর্গ সুখে রবির প্রজ্বলন 
বেড়েচলা হিংসের নাশে 
হয় তোমারই পূজার আয়োজন  ।
তুমি আসবে বলেই 
দেব দেবীরা করেন পুস্প বর্ষণ 
নতুনতার আবেগ ঘরে 
দীর্ঘ সুত্রীতার আয়োজন   ।
তুমি আসবে বলেই 
আয়োজন সম্পূর্ণ 
নবনীতার চিত্রকল্পে 
হাজার রুপে তোমার দর্শন   ।
তুমি আসবে বলেই     ।।
              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *