দুর্গাপূজা ১৪২৬
🌱 🌱 🌱 🌱 🌱
– অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
আশ্বিনের এই শারদ বেলার নেই তো তুলনা ।
একটি বছর পার করে আবার এলেন মা .. !
বর্ষাসুরের ভ্রুকুটিকে রেয়াত করিনা ;
খাব দেদার প্রিয় খাদ্য, পেটকে ডরি না !..
একটু দয়া, একটু মায়া, এটাও যেন থাকে ,
কেউ যেন না দুঃখে থাকে, এটাই বলি মা’ কে ।..
পঞ্চমীর এই সুঅবসরে মায়ের আবাহন …
সুচিন্তা ও সুকর্মেতে ভরুক প্রাণমন ..।।
শারদ শুভেচ্ছা
একটি বছর পার করে আবার এলেন মা .. !
বর্ষাসুরের ভ্রুকুটিকে রেয়াত করিনা ;
খাব দেদার প্রিয় খাদ্য, পেটকে ডরি না !..
একটু দয়া, একটু মায়া, এটাও যেন থাকে ,
কেউ যেন না দুঃখে থাকে, এটাই বলি মা’ কে ।..
পঞ্চমীর এই সুঅবসরে মায়ের আবাহন …
সুচিন্তা ও সুকর্মেতে ভরুক প্রাণমন ..।।
শারদ শুভেচ্ছা