জীবনের পার্থক্য
পুনম কর (ত্রিপুরা)
গোলাপ আর জীবন যেন একই ধারায় চলে।
গোলাপ যেমন দেখতে সুন্দর,
ঠিক তেমনি, মানুষের এই জীবনটাও খুব সুন্দর ।
গোলাপের সুগন্ধ যেমন হৃদয়কে করে মুগ্ধ,
ঠিক তেমনি, জীবনের সুখ হৃদয়কে করে স্নিগ্ধ ।
গোলাপ দেখতে মনোমুগ্ধকর কিন্তু তাকে পেতে গেলে সইতে হবে অনেক কাঁটার ব্যথা,
ঠিক তেমনি, জীবনে সুখও আছে অনেকটাই কিন্তু তাকে পেতে গেলে পেরোতে হবে অনেক আকাশ-ছোঁয়া বাধা।
এতো সুন্দর ফুলের চারিদিকে, কাঁটাগুলি বিষাক্ত,
ঠিক তেমনি, এই ফুলের মতো সুন্দর জীবনের চলার পথে কিছু মানুষ পাতার মতো সাথী হয় আর কিছু মানুষ কাঁটার মতো বিষাক্ত।
পাতার সাজের কাঁটার মাঝ থেকে ফুল তুলে আনতে যেমন সইতে হয় অনেক ব্যথা,
ঠিক তেমনি, জীবনে সাফল্য পেতে হলে পেরোতে হবে হাজার বাধা।
এই হয়তো জীবনের পাথর্ক্য,
হয়তো কবিতা নয় তবুও কবিতারই মতো।