কবিতা: জীবনের ধারাপাত
কলমে : তাপসী ভট্টাচাৰ্য
__________________________
মনের কুঠিরে আল্পনা আঁকি
দিন রাত ফুটিয়ে তোলার চেষ্টা
আলিন্দ্রের ছবি কেউ পায় না দেখতে
সময়ের সাথে চলা ঘড়ির প্রচেষ্টা।
বহমান নদী সুপ্তি মগ্ন মনে বয়ে চলে
বিনিদ্রা কত রজনী বোবা কান্নায় ফুলে
এগিয়ে চলতে হবে অবক্ত নীরব যন্ত্রনায়
বাহারী হাসি মুখে আনন্দে দুলে চলে।
ক্ষয়ে যাওয়া জীবনের শান্তির ভরা কলসী
কোথায় মিলবে শেষে অজানা দেশে
আসায় বাসা বাঁধা এগিয়ে চলা
চাঁদের আলোয় হাসি ঝলকে যায় ভেসে।
মনের ছায়ায় দেখে শান্তির নিকেতন
অন্তরে বেদনা চাপা ভালোবাসার আস্তরণ
আশার পোশাকে নিজেকে পাল্টায় কিছুক্ষন
জীবন আলোর হাত ছানি জানে অকারণ।
হৃদয়ে গোপন কষ্টে আশা নিয়ে ভেলা ভাসে
নীলিমায় তাকিয়ে দেখে শান্তির আভাস মেলে
নিয়মের সীমানা দিগ্ দিগন্ত মায়াজালে
জীবনের ধারাপাতে উঠাপড়া নিত্য নতুন চলে।
********************************