Spread the love

কবিতা : মোনালিসা
 🌱🌱🌱🌱🌱🌱🌱

    

জয়ন্ত দেওঘরিয়া
মোনালিসার ঠোঁটের গোড়ায় লেগে থাকা হাসি অ্যাবানডন্ড একটি আদি বাড়িকে প্রেমিক করে তোলে,
ইচ্ছামতীর জলে মোনালিসার মত মাঝে মাঝে কতগুলো শরীর ভাসে যেন মাস্তুল ধেয়ে আসছে!
স্টারমার্ক পাওয়া মোনালিসা যখন লোকের বাড়িতে বর্তন পরিষ্কার করে, কার না ভেতরটা হুদকে উঠে?
দেওয়ালে ঠেকে যাওয়া পিঠ, খসখসে চামড়া, ধুলোটে চুল রাজ্য স্তরের যোগ্য নয়; মোনালিসা ভাবে—ভাবতে থাকে।
পেট কোন সখ্যতা মানে না
হাত পা দিয়েছেন ভগবান পেটকে শান্ত করতে
তাই বই খাতা পরে হবে,
মোনালিসা গাধা হয়ে খেটে মরার সিদ্ধান্ত নেয়…
এভাবে মৃত্যু হয় কত শত প্রতিভাপূর্ণ মোনালিসার!
*******************************
জয়ন্ত দেওঘরিয়া
আনারা পুরুলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *