মেমারী, পূর্ব বর্ধমানের ছোট্ট তিন্নির আবৃত্তি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এর বেশি কিছু বলার নেই। নিজেরাই শুনে দেখুন। যেটুকু জানা গেছে, অসাধারণ প্রতিভার অধিকারী এই শিশু।অনায়াসে বড়দের মনের কথা বুঝে নেয়। খুব খাদ্যরসিক। অভিমানী ও দরদী।ইয়ারকীবাজও বলা চলে। ব্যাঙ ওর প্রিয় জন্তু।গল্প শুনতে ও বানিয়ে বানিয়ে গল্প বলতে ভালোবাসে। চকলেট প্রিয় খাবার।শম্বুক ওর বন্ধু। বিড়াল প্রিয় প্রানী। সাহসী, অদ্ভুত বাচনভঙ্গী ও মুডী। গাছ ফুল ও জল ভালোবাসে। রামধনু খুব প্রিয়। আকাশ দেখে শুয়ে শুয়ে, নানা প্রশ্ন শিশুটির চোখে মুখে। ছোটোমা কবি ও সাহিত্যিক মুস্তারী বেগম ওর বন্ধু ও খেলার সাথী। মেজজেঠু ওর প্রাণের মানুষ।
https://kabyapot.com/দুবছরের-ছোট্ট-তিন্নির-কন/