“চোখ বুজে থাকা”
কলমে–বিমান প্রামানিক
*********************
চোখের জলে ভেসে যায়
না জানি কি আছে উপায়,
সমাজ সংসারে নেই ঠাঁই
তার জীবন কি ফিরে পায়?
পথে প্রান্তরে শুধু হুড়াহুড়ি
কেউ আবার যায় হামাগুড়ি,
আইন যেন করেছে কারা চুরি
তাই তো এখন অসহায়ে নারী।
পথে প্রান্তরে শুধু হানাহানি
কোথাও নারীর বসন টানাটানি,
আইন সত্যের প্রতীক জানি
তবু পারিনা বলতে সত্য বাণী।
অন্যায় করে ঘুরছে পথে পথে
পরিচয়ে সাধু , সন্তের সাথে,
অন্যায় কর্মে ন্যায়ের প্রতীক হাতে
মুখোশ ধারী হয়ে ঘুরছে পথে।
অতিসাধারণ তাই করিনা প্রতিবাদ
সত্যকে ঢেকে তারা দেবে অপবাদ,
ঘুলিয়ে দিয়ে করে ঘটনার বরবাদ
আবার দেখি অন্যায়ের ভিন্ন স্বাদ।
শুধু দেখে, মুখ বুজে চলি
না পায় সাহস সত্যটি বলি,
নির্দোষীকেই দোষী সাজিয়ে ফেলি
সবকিছু যেন দিয়ে জলাঞ্জলি।