চিঠি
**********
মৃত্যুঞ্জয় হালদার
**************
কত চিঠি লিখেছি কত রঙিন খামে
পোস্টকার্ডটা কিনতাম পনের পয়সা দামে।
কত ভাবে কত ভাষায় কত চিঠি লেখা
তুমি বন্ধু আসবে কবে, কবে পাব দেখা।
ভাইয়ের কাছে আশ্রোমে তার কুশল জেনে
ভালো থাকিস আশীষ দিয়ে ইতি দিতাম টেনে।
স্কুল কামাইয়ের আর্জি নিয়ে ভাইবোনেরা এসে
বলতো দাদা দাও না লিখে একটু কলম পিশে।
আরো কত চিঠি লেখা বিনোদনি বেতারে
সেসব শুধুই স্মৃতি, সুর তোলে সেতারে।
পরিপাটি পোষাকে বিকেলের ডাকে সেই
আশার’ চিঠি আসতো আমার নামতেই।
……………………………………