কবিতা – চল্লিশ বছর প্রতীক্ষা
কলমে–সত্যেন্দ্রনাথ পাইন
চল্লিশটা বছর কাটলো।
তোমার প্রতিশ্রুতি তুমি রাখোনি।
রোদে ভাজা দুপুরে একলা ঘরে ঢুকে
আমাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলে–
তুমি আমাকে বিয়ে করো।
তারপর কিছু বুঝে ওঠার আগেই
তুমি উধাও। ইনোসেন্ট যুবককে গানের অন্তরা শুনিয়ে
আর এলেনা কোনদিন।
তবু প্রতীক্ষা শেষ হয়নি আমার।
সেদিনের সেই কথা কানে বাজে আজও
তুমি কথা রাখোনি।
এক আকাশ। ছাদটুকু শুধু আলাদা।
হয়তো মনের পাঁচিলে নোনা ধরেছে তোমার
যৌবন শুকিয়ে কাঠ
কিন্তু প্রজাপতিরা আজও খেলা করে উড়ে উড়ে
উড়ে উড়ে রঙিন আল্পনায়।
ছুঁয়ে দেখো আজও শরীরে শিহরণ জাগবে।
তা’বলে প্রেমে অন্ধ নই আমি । কিন্তু প্রতিশ্রুতির পাল্লায়
চিরদিনই আমি জীবন্ত।
ঊর্মি, তোমার মতো মেয়েরা শুধুই নরম মাংসের গন্ধ খোঁজে
শুধুই মিথ্যে গাঁটছড়া বাঁধা। তোমাদের আঁচলে সমগ্র বিশ্বসংসার
তাই সত্যিকারের ভালোবাসায় তোমাদের বিশ্বাস নেই।
প্রাণ নেই! সোনার পাথর বাটি। গঙ্গার ঘাটে
নোংরা পিছল কাদাজড়ানো সিঁড়ি তোমরা।
তুমি রাতের চাঁদ আমি পাতাঝরা
ন্যাতানো শিউলি। যৌবনের বাসি মালা। !!
তোমার প্রতিশ্রুতি তুমি মানোনি
চল্লিশ টাকা বছর কাটলো, তুমি আসোনি।
______________***_____________