https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চপের মজা
✍️শ্রী বিশ্বনাথ সাহা✍️
*******************
চপ বানাতে পারদর্শী
আমার মেজ মাসী।
তার- ই হাতে বানানো চপ
খেতে ভালবাসি।
বানালে চপ বিকেল বেলা
খাই যে গোটা বার।
ভালবাসে বড্ড আমায়
চাই যে দিতে আর ও।
তোমরা ভাই যদি খেতে চাও
আজ পরখ করে যাও।
বীট বাদামে আলু দিয়ে
ভেজিটেবল ভাজে ।
সব সীজনে সিঙ্গারা চপ
তার-ই হাতে সাজে।
আমার বন্ধু যত এস
সময় করে ঘরে।
চপের মজা পাবেই পাবে
খাবে অনেক করে।
©️২৩ পৌষ ১৪২৮
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]