ঘাস ও ফড়িং
>মিরাজুল সেখ<
মায়াময় সবুজ ঘাসের পানে
ছুটে যায় কত আবেগ মেখে
কত কথা বলে যায় আড়ালে
আসে অন্তরের ভাষা রেখে।
বর্ষার জলে মুখরিত হয়ে ঘাস
বেড়ে ওঠে আরো সবুজ হয়ে
ডানায় রাখা যত অনুরাগ
রেখে আসে তার শিষেতে বয়ে।
মৃদু বাতাসেতে ডানা মেলে
উড়ে যায় দোদুল ঘাসে
শিশিরে আবৃত সবুজ পরাণ
লাজে রাঙা হয়ে শুধু হাসে।
বিকেলের সোনালী রোদে
সোনার বরণ ফোটে সবুজ ঘাসে
ধেয়ে আসে কত বাঁধা কুল
এক টুকু আশ্রয় আশে ।
যখন ফুটে ওঠে ঘাসে ঘাসে
সাদা হলুদ গোলাপী ফুল
ডানা খানি উড়েনা আর
হয়ে তার নীলাকাশ ব্যাকুল।।