Spread the love

তৈমুর খানের তিনটি কবিতা


ভোর ভোর
______________

ভোর ভোর দৃষ্টিশক্তি ফিরে এল

দেখার ভেতর দেখা

দেখতে দেখতে রাঙাচোখ

মেঘের কোলে দুলছে রোদ

রোদের ভাষা বোঝে না এই নরলোক

দেহের ভেতর দাহ

শূন্য জুড়ে কার বসতি

বোঝে না তা কেহ

জল ঢেলে উবুড় কলসি

বেজে উঠতে চাইছে

যদি কেউ বাজাতে পারে

দ্বিধা এসে প্রাচীর তুলছে

প্রাচীরের ছিদ্রে উপকথার বাস

পিকনিক থেকে উড়ে যেতেই

হাঁসটির শেষ হল পরবাস



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


মানুষ পোড়ার গন্ধ
____________________

ধন্য ধন্য করছে সবাই

আমার নেই কো ধন্যবাদ

সাম্প্রদায়িক এদিক ওদিক

মাইকে কী সব বলছে

শুনতে শুনতে ছোট একটা পৃথিবী

গড়ে যাচ্ছে

আমি স্বপ্ন দেখতে দেখতে

ভয়ঙ্কর

মানুষ পোড়ার গন্ধ পাচ্ছি

ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে

চিৎকার

আলোর বিশ্বাসের কাছে কে যাবে আর ?

আমার মাথার কাছে দীর্ঘশ্বাস ফেলছে

উদ্বাস্তু মানুষের ভিড়



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মুগ্ধবতী হারিয়ে গেছে ভিড়ে

_________________________________________

কত কথা, কথার নদী বয়ে যাচ্ছে নীরবের দিকে

কথা তবু স্তব্ধতার, কথাহীন গড়াচ্ছে শতক

কোন্ ধর্ম এসেছে রাস্তায়?

তার কাছে যাবে না কথা

মুগ্ধবতী হারিয়ে গেছে ভিড়ে

কথার ভিড়ে ঘুরছে অভিশাপ

অচেনা জাদু, ভুলের সম্মোহন

তাঁবুর ভেতর যে কেউ রাজকুমারী

ভোরের ঐশ্বর্যে উজ্জ্বল নিতম্ব

যদিও নাভি পর্যন্ত তাকিয়ে থাকি

আরও নিচে ভারসাম্যহীন

কোথাও বিকল্প রশ্মি

পোশাকের বিশ্রম্ভ স্বরলিপি

ছলনায় উন্মুখ সঙ্গম

বিচ্যুত বিশ্বাস থেকে বর্ম খুলে ফেলি

নিঃস্ব হই

যদিও নিশান নেই কোনও



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *