গান:- ইতিহাসের ডাক এসেছে চল না হীরাঝিলে,
,,,,,,,,,,,,,,,,,,,
ওয়াহিদা খাতুন
ইতিহাসের ডাক এসেছে চল না হীরাঝিলে,
হারানো প্রাসাদ গড়বো সবাই হাতে-হাত মিলে,
পরাজয়ের গ্লানি মুছে আনবো নতুন ভোর,
বিশ্বজয়ী স্বপ্নে হবো নতুন রূপে বিভোর ;
পাখপাখালি হদিশ দেবে বসে খালেবিলে ;
ইতিহাসের ডাক এসেছে চল না হীরাঝিলে।
চল না হীরাঝিলে, সবাই চল না হীরাঝিলে ।।
দেশের জন্য যাঁহার ছিলো শ্রেষ্ঠ অবদান,
তিনি হলেন নবাব সিরাজ জাগিয়ে দেওয়া নাম,
সতেরশো সাতান্ন সালের করুণ কাহিনী,
পলাশী-যুদ্ধের ব্যথা আজোও ভুলতে পারিনি ;
ভাগীরথীর ঢেউয়ে ঢেউয়ে উঠিছে উথলিয়ে ;
চল না হীরাঝিলে, সবাই চল না হীরাঝিলে ।
ইতিহাসের ডাক এসেছে চল না হীরাঝিলে ।।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রচনাকাল: ০৭/০১/২০২৩ রাত বারোটা বেজে ২৪ মিনিট।