Spread the love

গাইয়ে
শাহানাজ শাম্মী সোনালী

দেখ কেমন নির্নিমেষে চেয়ে আছে পাখি মঞ্চের দিকে
ব‍্যাথায় মোড়া কন্ঠে গাইছে অথবা কাঁদছে থেকে থেকে
দেখ পাখি এক নির্নিমেষে চেয়ে আছে ফাঁকা মঞ্চের দিকে

ও পাখি তুমি দেখেছ কোথাও হারিয়ে যাওয়া সেই পাখিটাকে?
উড়বার ক্ষণ শেষ করে তার  যতিচিহ্ন কে  দিল লিখে
পাতার আড়ালে লুকিয়ে কেন চেয়ে আছ ওই মঞ্চের দিকে

হারিয়ে গেছে কোথাও নাকি কফিনে তাকে রেখেছে ঢেকে
বাতাসের খাঁজে অনুরণিত মায়াবী  সুর সে গেছে রেখে
একা একা পাখি শুকনো ডালে বসে চেয়ে আছ মঞ্চের দিকে!

এতটাকাল যার গান শুনে খুঁজেছি কাউকে ভিজে চোখে
বুকের ভেতর বয়ে যায় নদী,চুপ করে গেছি কার শোকে
দেখ একা পাখি নির্নিমেষে চেয়ে আছে কালো মঞ্চের দিকে

দলে দলে কারা জমেছে এসে গীটার হাতে মোড়ের বাঁকে
সুরে সুর বেঁধে গাইছে কোরাস, আসছে আরো ঝাঁকে ঝাঁকে
দেখ সেই পাখি নির্নিমেষে চেয়ে আছে ভিড় মোড়ের দিকে

ডানা ঝাপটানি থেমে গেছে তবু উড়ছে পালক আলো মেখে
গাছের নীচে তরুণ শিল্পী এখন কেবলি আঁকছে তাকে
ঘুমিয়েছ পাখি,ক্লান্ত হৃদয়ে,কাজ কিছু বাকি গেছ রেখে?
নাকি তুমি সে-ই গাছের থেকে চেয়ে আছো ফাঁকা মঞ্চের দিকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *