অপ্রত্যাশিত ঘটনা
(প্রথম পর্ব)
✒ রাজু দাস
🌱 🌱 🌱 🌱
সবে শ্রাবণ মাস আকাশের
তুলো ভেজা মেঘে ঢাকা হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে,আজ আর অফিস যাবো না ভেবে অফিসে ফোন করে দিলাম,ছাতা টা নিয়ে বেড়িয়ে পড়লাম পোচনের চায়ের দোকানের দিকে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠলো মোবাইল স্ক্রীনে নাম দেখে দাঁড়িয়ে পরলাম হেমন্ত দা ফোন করছে। ফোনটা রিসিভ করে হ্যাঁ হেমন্ত দা বলো,
হেমন্ত দা বলল- আজ কি তুই অফিস যাবি?
আমি বললাম- না, তুমি পাড়লে পোচনের চায়ের দোকানে দেখা করো,
হেমন্ত দা বলল- ঠিক আছে।
আমি যখন পোচনের দোকানে পৌঁছায় দোকানে সশরীরে আগে থেকেই উপস্থিত হেমন্ত দা, উত্তম দা,অসীম মামা, ও পচা, আমি দোকানে ঢুকতে না ঢুকতেই,
পচা বলল- বঙ্কিম বাবু (আমি) অনেক দিন
বাদে আপনার দেখা পেলাম, আপনি কেমন আছেন?
আমি বললাম:- খুবই ভালো আছি, তুমি কেমন আছো পচা ভাই?
পচা বলল- এই ভগবানের কৃপায় সব ঠিকঠাক চলছে।
হেমন্ত দা পোচনের উদ্দেশ্যেই বলল- চারটে চা দাও পোচন, বঙ্কিম কে অনেক দিন বাদেই পেয়েছি আজ একটা গল্প না শোনালে ছাড়বো না।
আমি একটু হেসে বললাম- ঠিক আছে হেমন্ত দা আজ আমি আমার গল্পের ঝুলি থেকে একটা গল্প শোনাছি চায়ে চুমুক দিয়ে,
গল্প শুরু করলাম।। বছর চারেক আগে কথা বলি তাহলে শোনো,
হঠাৎ দরজার কড়ানাড়ার শব্দে আমার ঘুম টা ভেঙে গেলো, দরজার কড়া নামাতে দরজার ওপার দিয়ে পষ্ট শোনাগেলো পোস্টমাস্টার মানিক বাবুর কণ্ঠস্বর বঙ্কিম বাবু আপনার চিঠি,
আমি একটু বিরক্তির স্বরে বললাম- দিলেন তো মানিক বাবু আমার ঘুম টা ভাঙিয়ে, কে
পাঠিয়েছেন? কোথাথেকে এসেছে? এবার
মানিক বাবু একটু বিরক্তিকর হয়ে বলল- বঙ্কিম বাবু আপনার চিঠি আপনার চিঠি,
চিঠিটা নিয়ে দরজার কড়া উঠিয়ে চিঠিটা টেবিলে রেখে, সবেমাত্র বালিশে মাথাটা স্পর্শ করবো এমন সময় আবার দরজার কড়া নাড়ার শব্দ দরজা খোলা মাত্র শঙ্কু দৌড়ে ঘরে প্রবেশ শঙ্কু আমার চাকরের নাম,
আমি উচ্চস্বরে বললাম- কি ব্যাপার শঙ্কু আজ এতো দেরি কেনো?
শঙ্কু বলল- আজ একটু ট্রেন গণ্ডগোল ছিলো বাবু,
আমি বললাম- ঠিক আছে, যাও এক কাপ চা নিয়ে এসো আমার জন্য আর হ্যাঁ টেবিলে থাকা চিঠি টাও নিয়ে আসবে একে বারে, কিছুক্ষণ পর শঙ্কু চা আর পোস্টমাস্টার মানিক বাবুর দেবা চিঠি একসঙ্গে
নিয়ে আসলো,
শঙ্কু বলল- বাবু চা ও আপনার চিঠিটা নিয়েএসেছি,
চা খেতে খেতে চিঠি টা খুললাম, তিন মাস আগে পোস্টমাস্টারের কাজের জন্য দরখাস্ত দিয়েছিলাম
আজ তার কল লেটার হাতে পেলাম আগামী কাল
থেকে কাজ জয়েন্ট করার কথা, এতো সুন্দর খবর মানিক বাবু নিয়ে আসলো তার উপরে আমি নাকি বিরক্ত হয়েছিলাম, আমি এই টা খুব খারাপ কাজ
করে ফেলেছি মনে মনে নিজেকে শান্তনা দিলাম,
আমি শঙ্কু কে বললাম- শঙ্কু আমি আজ সন্ধ্যায় ট্রেন ধরবো আমি পোস্টমাস্টারের কাজটা পেয়ে গেছি ।।
*************
নাম:- রাজু দাস
ঠিকানা :- সুভাষ গ্ৰাম, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ।