Spread the love

খোকা হাসে, এজলাসে-

কবি চিত্রদীপ ভাদুড়ী

ছেলে নিয়ে রোজ রাতে বাপ মার হামলা !
অবশেষে ছাড়াছাড়ি,আদালতে মামলা।
মা গেল মামা বাড়ি, ফেরেনা তো ঘরে !
বছর না ঘুরতেই বাপ বিয়ে করে !
মামাবাড়ি গিয়ে মা সিঁদুরটা তুলে
ঘুরছে কাকুর সাথে লোকলাজ ভুলে !
একদিন মা’ই বলে, কাকু তোর বাপ !
(তোর) বাপ যদি বিয়ে করে, মায়ের কি পাপ?
নারী আর পুরুষের সম অধিকার !
মেনে নিতে হবে আজ এই ব্যাভিচার ?
খোকা যাবে কার কাছে ? কে ভালোবাসে?
কিছুই বোঝে না খোকা, হাসে এজলাসে।


কবি চিত্রদীপ ভাদুড়ী: জীবনী
জন্ম ২৬ শে নভেম্বর ১৯৬৪, অধূনা পূর্ব বর্ধমানের
অম্বিকা কালনা শহরে । বাড়িতে সাংস্কৃতিক
পরিবেশে বড় হয়ে ওঠা । পিতা স্থানীয় বিদ্যালয়ে
শিক্ষক ছিলেন। মা ও দিদি গৃহবধূ,
সুকণ্ঠের অধিকারিণী, বাড়ির প্রত্যেকেই
সংগীতের সঙ্গে যুক্ত। মাত্র চার বছর
বয়স থেকে তবলায় হাতেখড়ি। একই
সাথে চলে পড়াশুনা ও সঙ্গীত চর্চা
একটানা ৩৫ বছর।কন্ঠ ও যন্ত্র সঙ্গীত
থেকে কবে যেন ছড়া, কবিতা ভালো
লাগতে শুরু করে।
পাশাপাশি গান লেখা, সুর দেওয়া,
সঙ্গীত শিক্ষকতা , মিউজিক ব্যবস্থাপনা তথা
সঙ্গীত পরিচালক হিসেবে স্টুডিও এবং বিভিন্ন
রঙ্গমঞ্চে কাজ করা, জীবিকা অর্জনের একমাত্র
পথ। ইতিমধ্যেই সমকালীন অসংখ্য ছড়া ও কবিতা, যা বিভিন্ন
পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *