==== খোকা নামের ফুল===
****************
টুঙ্গিপাড়ায় ফুটেছিলো
খোকা নামের ফুল,
সে ফুলই তো উঠলো হয়ে
স্বপ্ন আশার মুল।
ফুলের ঘ্রাণে মুগ্ধ হলো
গোটা জাতি দেশ,
বিশ্ব জুড়ে ছড়িয়ে গেলো
সেই সুবাসের রেশ!
পথ হারানো পথিকজনে
দেখালো যে পথ,
ফিরিয়ে দেবার ন্যায্য পাওয়া
নিলো যে শপথ।
খোকা মুজিব বঙ্গবন্ধু
জাতির জনক হয়ে,
সবার বুকের মণিকোঠায়
গেছে আজো রয়ে।