কবিতা – ক্রীড়নক
কলমে ✒️-আজহারুল হক
হে মানবশিশু, তুমি মানুষের সমাজ থেকে
অনেক কিছুই শিখবে, শিখবে চলাফেরা
আদব কায়দা, আদর আপ্যায়ন, শ্রদ্ধা স্নেহ,
শেখো তাতে কোনো বাধা নেই,
কিন্তু সাবধান, অতিরিক্ত অন্যায্য শ্রদ্ধায়
ক্রীড়নকে পরিণত হয়োনা কারো, যারা
মানুষের অঙ্গ সমুহের ব্যাবসা করে
অনায়াসে, অন্যের মৃত্যুর বিনিময়ে তৈরী করে
নিজের সৌভাগ্য, অনায়াসে মানুষকে
নিক্ষেপ করে পাহাড়ের অন্ধকার খাদে
তাদের থেকে সাবধান, তোমার নবীন
লজ্জাশীলতা তোমার জন্য ডেকে আনবে
চরমতম বিপদ, তোমাকে অন্ধকারে বিলীন
করার শর্তে সউদা করেছে তারা ।
ওদের চোখে মানুষ আক্ষরিক অর্থেই সম্পদ,
লোলুপ সদব্যবহারে পিছপা হয়না ওরা ।
স্রষ্টা তোমার জন্মের সঙ্গে দিয়েছেন ঢাল,
বিচক্ষন বুদ্ধির ব্যবহারে তোমাদের পথ হোক নিষ্কন্টক ।
…………. ………….. …………..
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]