* বিপন্ন যৌথ পরিবার *
(আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে লেখা)
——– কৃষ্ণপদ ঘোষ।
ছোট মোদের নীড় খানি
সুখী সেই পরিবার,
বউ আমি আর ছেলে
কেহ নাহি আর।
থাকি মোরা মহা সুখে
চাকুরীতে চলে সংসার,
চাকরি করি চিন্তা নাই
সুখে নিদ্রা এবং আহার।
বাবা মা ভাই বোন
সব তারা দূরে,
বছরেতে এক আধবার
আমি আসি ঘুরে।
সবে হয় খুসী কত
বহু দিন পরে,
আনন্দ লহরী বহে যায়
ছোট সেই ঘরে।
কিসে খুসী হব আমি
মায়ের চিন্তা মনে,
নিজ হাতে রান্না করে
খাওয়ায় যে মা যতনে।
তার পরে বিদায় কালে
অশ্রু বন্যা নয়ানে,
দাঁড়িয়ে থাকে মা যে মোর
চেয়ে পথ পানে।
চলিতে চলিতে ভাবি আমি
ভাবি আমি অনুক্ষণ,
যৌথ পরিবার বিচ্ছিন্ন আমি
এ কভু নহেতো জীবন।
আরো ভাবি কিবা করি
আমি আজ নিরুপায়,
জীবনের চেয়ে জীবিকা বড়
তাই নাহিকো উপায়।
–––––––