* অঙ্কুরিত মহীরুহ *
✍️কৃষ্ণপদ 📢
জন্ম তব কাব্যপট
এইতো সে দিন।
অঙ্কুরিত বীজ তুমি
তুমি নিতান্ত নবীন।।
উন্মিলীত বীজপত্র তব
হরিতের উচ্ছ্বাসে,
উদ্ভাসিত হইবেই একদিন
তব মন উল্লাসে।।
শাখা প্রশাখা তোমার তুমি
এক দিন করিবে বিস্তার।
করিব রক্ষা তোমায় মোরা,
সকলে করি অঙ্গীকার।।
আসুক যতই ঝঞ্ঝা,
প্রলয় কিম্বা দাবানল।
শত তুফানেও শক্ত ভূমে
তুমি রহিবে অটল।।
নাহি ভয় হবে জয়
রয়েছে সবার হস্ত বরাভয়।
হইবে মহীরুহ তুমি
একদিন, কহিবে সময়।।
তোমারি স্নিগ্ধ ছায়ায় সেদিন
আমরা সবাই কাব্য প্রেমিক।
গাহিব সবাই কাব্যের গান
আমরা সবাই কাব্য রসিক।।
তোমারি মূলে করিব
কাব্য বারি সিঞ্চন।
বর্ধিত তব শাখে
কত পাখি করিবে কূজন।।
কুসুমিত হইবে তোমার
শাখা প্রশাখা যত।
মলয় পবনে তারই আঘ্রানে
মৌমাছি গুঞ্জন অবিরত।।
তোমারি ছায়ায় তোমারি মায়ায়
মোরা কাব্য-জীবন পথিক।
চলিব পথ করিনু শপথ
কি আর কহিব অধিক।।
আশীষ বারিতে সবার
ভরা তব মঙ্গল ঘট।
পথের পাথেয় তুমি,
চলার সাথী, হে কাব্যপট।।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]