Spread the love
                     * হে কবি তোমারে সেলাম *
(বিদ্রোহী কবি নজরুলের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য)
             ✍️কৃষ্ণপদ ঘোষ✍️
হে বিদ্রোহী কবি নজরুল ইসলাম,
তব জন্মদিনে সেলাম তোমারে সেলাম।
উদিলে গগনে দারিদ্র্যের পুঞ্জীভূত আঁধার ভেদিয়া,
দারিদ্র্যের মূর্ত প্রতীক তুমি, তুমি দুখু মিঞা।
ছন্নছাড়া উদ্ভ্রান্ত জীবনে 
নানাদিকে করিলে গমন,
কভু হোটেলে কভু লেটো দলে
কতদিন করিলে যাপন।
হে সৈনিক,–––
তুমি দুর্দম, তুমি নির্ভিক।
জীবন যুদ্ধে তোমার উদ্ধত তলোয়ার,
করেনি কভু কাহারও বশ‍্যতা স্বীকার।
অশুভ শক্তিরে তুমি
ছেদিয়া করিলে নাশ,
তুমি দাবানল, অগ্নিগোলক,
সর্বদানব ত্রাস।
তুমি প্রবল জলোচ্ছ্বাস,
দুরন্ত প্লাবন,
করিলে ধুইয়া সাফ
দূষিত মানব মন।
তুমি মহা প্রভঞ্জনের মহা প্রলয়,
সৃষ্টির মাঝে অশুভ সৃষ্টিরে করিয়াছ লয়। 
হে সদাশয়,তুমি বরাভয়,——-
পীড়িত জনের দিবাকর তুমি দিয়াছ অভয়।
অঝোরে বর্ষিত শিরে তোমারই করুণা ধারা,
আজিও মনে জাগ্রত স্মরণে উজল আলোক পারা।
হে রুদ্র প্রলয় শোষকত্রাস,——-
উৎপীড়িতের ক্রন্দন রোলে ধ্বনিত
আজিও আকাশ বাতাস।
কোষ মুক্ত কর বারেক তোমার
শাণিত কৃপাণ,
অত‍্যাচারীর শিরশ্ছেদে হোক
সবার পুণ‍্য স্নান।
হে চির উজ্জ্বল বিদ্রোহী কবি
নজরুল ইসলাম,
সেলাম তোমারে সেলাম।
––––––

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *